“স্বপ্নের স্কুল” কথা টা শুনতে অনেক ভালো লাগে তাই না ,
ছবি দিলাম দেখেন এই সেই স্বপ্নের স্কুল।
আমাদের নিউ মার্কেট এর শিশুরা তাদের স্বপ্নের স্কুল বানালো।
তাদের স্বপ্ন তাদের স্কুল টা কেমন হবে?
সুন্দর একটা দোতলা ঘর থাকবে ,সাথে থাকবে একটা বড় মাঠ,আরো থাকবে আকা বাকা রাস্তা ,অনেক গাছপালা আরো কত কিছু ,,,
তাদের স্বপ্ন তারা ওই স্কুল এ লেখাপড়া করবে,খেলাদুলা করবে ।
তাই সেদিন তারা একে একে করে কাগজ কেটে রং করে স্কুল,মাঠ,গাছপালা,রাস্তা বানালো তারপর আঠা দিয়ে বড় একটা কাগজে আটকে দিল।
আর সাথে আছে আমাদের সেচ্ছাসেবক বন্ধুরা যারা সাহায্য করলো ওই স্কুল বানাতে।
আশা করি সবার ভালো লাগবে।
পথশিশুসেবা সংগঠন।