শিশুরা এতো সকালেই দলবেঁধে উচ্ছ্বাসে কোথায় যেন ছুটে যাচ্ছে! আনন্দ আর হাশিখুশি পরিবেশ। ও আচ্ছা আজ তো চিড়িয়াখানায় আমাদের শিশুদের নিয়ে পিকনিকের দিন।
একসাথে সকালের নাস্তা দিয়েই কার্যক্রম শুরু হয়।
তারপর বিভিন্ন দলে বিভক্ত হয়ে চিড়িয়াখানা দেখার পালা। কারো চোখে বিষ্ময় ওরে বাবা এতো বড়ো জলহস্তী! কেউ বাঘ দেখে, কেউ সিংহ দেখে, কেউ সাপ দেখে বিষ্মিত! ওরে বাবা এতো বড় উঠপাখি! ময়ূর পাখি, কুমির, গন্ডারসহ গোটা চিড়িয়াখানায় আরো কতো জানা অজানা প্রাণীর দেখা মিললো। তারপর চিড়িয়াখানার জাদুঘর দেখেই চিড়িয়াখানা দেখার ইতি টানা হলো।
শিশুদের গান ও নাটিকা দিয়ে দ্বিতীয় পর্ব সাজানো হয়। আনন্দঘন পরিবেশে গানের কলি নিয়ে খেলা শুরু হয়।
অনেক হলো এইবার হাত পরিস্কার করতে হবে যে, কারণ দুপুরের খাবার সময় হয়ে এলো! একসাথে সবাই মিলে আহারের এক অন্যরকম আনন্দ।
এভাবেই আনন্দ, উৎসব আর শিশুদের উচ্ছ্বাসে একটি ভালোবাসাময় দিনের সমাপ্তি হয়। এভাবেই অনেক চমৎকার রঙিন মুহুর্তের সৃষ্টির পর ঘরে ফেরার সময় হয়ে এলো।