আমি তামিম এর মা তাসলিমা । আমি ও তামিম বর্তমানে শিশুপল্লী প্লাসে থাকি । আমরা এক সময় গ্রামে থাকতাম । তামিমের বয়স যখন চার বছর, তখন তার বাবা আমাদের ফেলে চলে যায় । তারপর অসহায় অবস্হায় ছেলেকে নিয়ে জীবিকার তাগিদে ঢাকায় চলে আসি । প্রথমে বাসা বাড়িতে কাজ করতাম । একদিন গাবতলীর এক পানি ব্যবসায়ী আমাকে পানি সরবরাহের কাজ দেয় । তখন থেকে আমি গাবতলী বাস স্ট্যান্ড এলাকায় পানি সরবরাহের কাজ করতাম, আর রাতে সেখানেই ঘুমাতাম । আমার ছেলে তামিম পথশিশু সেবা সংগঠনের ভাই-বোনদের সাথে পড়াশুনা, খেলাধূলা করত এবং ছবি আঁকত । একদিন লুসিও ভাই আমার ছেলে সুন্দর ভবিষ্যতের জন্য আমাকে ও আমার ছেলেকে শিশুপল্লী প্লাসে থাকার কথা বলেন । সুস্হ সুন্দর জীবনের মানে প্রথমে বুঝতে না পেরে এবং বিশ্বাস না বরে তার কথা অবজ্ঞা করি । কিন্ত্ত হঠাৎ একদিন আমার ছেলে খুবই অসুস্হ হয়ে পড়লে, পথশিশু সেবা সংগঠনের ভাই-বোনদের আন্তরিক সাহায্যে সে সুস্হ হয়ে উঠে । এবং তাদের এই নিঃস্বার্থ ভালোবাসায় আমার মন পরিবর্তন হয়, এবং তাদের কথায় শিশুপল্লী প্লাসে যেতে রাজি হয়ে যাই । প্রায় তিন বছরেরও বেশী সময় ধরে শিশুপল্লী প্লাসে আছি । এখানে আমি হাতে কাজ শিখছি ও পাশাপাশি কিছু সঞ্চয়ও করছি । এই সঞ্চয় দিয়ে আমি একটি ব্যবসা শুরু করতে যাচ্ছি । আমার ছেলে দ্বিতীয় শ্রেণীতে পড়াশুনা করছে । আমি এখন ভবিষ্যতের আলো দেখছি । সবাই আমার ছেলে জন্য দোয়া করবেন ।