আশা করি সবাই ভালো আছেন।
আজ কি সুন্দর একটা দিন ছিল ৪/৪/২০১৪। আর কোনো দিন ফিরে পাব না…
অনেক দিন পর প্রায় সব সেচ্ছাসেবক এক সাথে হলাম মিটিং এ। সময়টা আসলে ভালো কাটলো।
প্রত্যেক ফিল্ড এর লিডার,ভাইস-লিডার , ও সেচ্ছাসেবক তাদের ফিল্ড ,কাজ ,পরিস্থিতি ,পরিবেশ এবং যাদের কে নিয়ে আমাদের কাজ অর্থাৎ আমাদের শিশুদের বিষয় আলোচনা করা হয়.
সবার চিন্তা ভাবনা কিভাবে এই শিশুদের আরো ভালো সেবা দেওয়া যায়।
আচ্ছা একটা কথা কি চিন্তা করা যাই কেন শিশুদের নাম হলো পথশিশু?
আমরা তো আমাদের ঘরের শিশুদের কখনো ওই নাম ডাকি না,
হাসজ্জল শিশু ,ঘুমন্ত শিশু,কিন্তু খেলা করছে শিশু,কিনবা আমার শিশু বলি,,
ওই নামে ডাকি না,
আমাদের শপথ যে আমরা একদিন ওই নাম মুছে ফেলবো। .
জানিনা কবে আসবে সেই দিন,এখনো আমরা অপেক্ষা করছি নতুন একটা পৃথিবী গড়ব বলে ।
আলো আসবেই।
আসুন আমরা সেই শিশুদের পাশে দাড়াই , যারা আপনার ভালবাসার জন্য প্রতীক্ষায় আছে।
সবার জন্য শুভ কামনা।
পথশিশুসেবা সংগঠন.
০৪/০৪/২০১৪