Ug7yo4N

প্রাপ্তি- অপ্রাপ্তি মিলিয়ে জীবনের ডায়েরী থেকে আরো একটি অধ্যায়ের সমাপ্তি হলো। নতুন বছরে পদার্পন করলো সময়। সফলতা কিছু ছিলো আমাদের। তবে আমরা প্রত্যাশাকে স্পর্শ করতে পারিনি। পথশিশু মুক্ত হয়নি দেশ। কিছু ব্যর্থতাও ছিলো আমাদের। তবে আমরা হতাশ নই! আমরা নতুন স্বপ্ন নির্মাণে আগ্রহী। পথশিশুদের দুঃখ, কষ্ট আর হতাশার গল্পগুলোর ধরণ হয়তো কিছুটা পরিবর্তন হয়েছে তবে কমেনি। গত বছর শিশু নির্যাতন, নিপীড়নের হার ছিলো ভয়ানক। শিশু হত্যার হারও ছিলো আতঙ্ক জনক। আঁতকে উঠার মত বিষয় ছিলো নির্যাতনের পদ্ধতি। তবে বেশ কিছু হত্যার বিচারের রায়ও এসেছে গতবছর! তবে অপরাধ উৎপাদনের পদ্ধতি রোধ করে তারপর ন্যায় বিচার কার্যকর হলে সুফল পাওয়ার সম্ভাবনা প্রবল ছিলো। সুতরাং আমরা চাই আগামী প্রজন্ম অপরাধমুক্ত হয়ে গড়ে উঠুক।

IMG_4299l

বছরের প্রথম দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের সকল শুভাকাঙ্খী, স্বেচ্ছাসেবী সহ সংশ্লিষ্ট সকলকে গত বছর যারা আমাদের পাশে থেকে সহযোগিতা করেছেন। আশা করি আপনারা আগামীতেও আমাদের সাথে থেকেই পথশিশুদের সুন্দর আগামী নির্মাণের ক্ষেত্রে সহযোগিতা করবেন। কোন শিশুর ঠিকানা যেন পথ না হয়! আমরা প্রভাতের সোনালী উদীয়মান সূর্যের মতো আবারো পথশিশুদের নিয়ে নতুন পরিকল্পনা নিয়ে উদীত হওয়ার স্বপ্ন দেখি। তাই সহনশীলতা, ন্যায্যতা, ভালোবাসা, সম্প্রীতি, আদর, স্নেহ ছড়িয়ে দিয়ে ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি সুন্দর আগামী গড়ে তোলার প্রত্যাশা রাখি। আমরা এবার পথশিশুদের নিয়ে কাজের প্রত্যাশা আর প্রাপ্তির সেতুবন্ধন রচনা করতে চাই। তাই আবারো সকলের সহযোগিতা কামনা করছি। সকলকে নতুন বছরের শুভেচ্ছা। “Happy new year 2016 “

Leave a Comment