বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সভা সেমিনার

সেবার এই সুন্দর কাজকে দক্ষতার সাথে পরিচালনা করার জন্য সংগঠনটি স্বেচ্ছাসেবীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সভা সেমিনারের ব্যবস্হা করছে ।

  • শিশুদের শিক্ষায় আগ্রহী করে তোলার জন্য ৩টি উপ-আনুষ্ঠানিক শিশু শিক্ষা কর্মশালার আয়োজন করা হয়
  • শিশুদের মাদকসাক্তি ও এইডস এর ঝুঁকি কমাতে আপন ফিমেল সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হয়
  • কমিউনিকেশন ও জেন্ডার বিষয়ক কর্মশালার আয়োজন করা হয় যা তাদের ব্যক্তিগত এবং পেশাগত কাজেও বিশেষ অবদান রাখছে
  • শিশুদের ছবি আঁকায় দক্ষ করার লক্ষ্যে প্রশিক্ষণ এর ব্যবস্হা করা হয়

বিশেষ সভা

বিভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রনে স্বেচ্ছাসেবীরা অংশগ্রহন করেছে । তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হল: এস, ও, এস, নীল আকাশ, অপরাজেয় বাংলা এবং বৌদ্ধ মন্দিরের মত আরও অনেক সভাতে স্বেচ্ছাসেবীরা অংশগ্রহন করেছেন । মিরপুর চার্চে ও আসাদে গেটের সি.বি.সি.বি. সহ অনুষ্ঠিত বিভিন্ন সভায় আমাদের স্বেচ্ছাসেবীরা অংশগ্রহনের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা বিনিমিয় করেন । এছাড়াও আমাদের প্রত্যেক মাসিক সভায় আলোকিত মানুষদের আমন্ত্রন জানানো হয় । তাদের বক্তব্য স্বেচ্ছাসেবীদের সেবামূলক কাজে উৎসাহ দেয়, যেন তারা তাদের মেধা ও জ্ঞান শিশুদের সেবায় সর্বোত্তম ভাবে ব্যবহার করতে পারে । স্বেচ্ছাসেবীদের আত্মীক উন্নতির বিভিন্ন সময় সারাদিন ব্যপী আধ্যাত্নিক সহভাগিতার আয়োজন করা হয় ।

Leave a Reply