Youngest
সবচেয়ে পিচ্চি সদস্য একমাত্রা একাডেমির জিসান

পথশিশু সেবা সংগঠন পরিবারের স্বেচ্ছাসেবীরা একটা দিন ময়মনসিংহের হালুয়াঘাটে অবস্থিত একমাত্রা একাডেমীতে (http://www.ekmattra.org/academy.html ) থাকা বাচ্চাদের সাথে কাটালো।

একমাত্রা একাডেমী সুবিধাবঞ্চিত শিশুদের লালন-পালন,শিক্ষা, চিকিৎসা, বাসস্থান থেকে শুরু করে সামগ্রীকভাবে শিশুর অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে।

পথশিশু সেবা সংগঠনের কার্য্যক্রমের মাধ্যমে কয়েকজন বাচ্চাকে এই একাডেমিতে থাকার সুযোগ করে দেয়া হয়েছে।

বাচ্চাদের সাথে দুপুরের খাবার খাওয়া, তাদের আঁকা ছবি দেখা, পুরো একডেমী ঘুরে দেখা, যাদুশিল্পী উলফাত কবির ভাই এর যাদু দেখা, বাচ্চাদের সাথে ফুটবল খেলা সব মিলিয়ে অনেক প্রাণবন্ত সময় কেটেছে। বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো মনোমুগ্ধকর। সুবিধাবঞ্চিত শিশুরা সুযোগ পেলে যে কত সুন্দর সৃষ্টিশীল মানুষ হয়ে গড়ে উঠতে পারে তার চমৎকার উদাহরন একমাত্রা একাডেমির বাচ্চারা।

আমরা কয়জন
আমরা কয়জন স্বেচ্ছাসেবী, স্বেচ্ছা শ্রমে পিছিয়ে নেই বাংলাদেশ…