উরুগুয়ের প্রেসিডেন্ট জোসে মুজিকা’র ছুঁয়ে যাওয়া একটি উক্তি দিয়ে লেখা শুরু করছি। ‘দরিদ্র তারাই যারা সারাটা জীবন কেবল ভোগ্যপণ্য কেনার অর্থ জোগাড় করতে দাসের মতো খেটে যাচ্ছে’। আমি বা আমরাও মূলত তা-ই করছি। আর যারা এর বাইরে চিন্তা করতে পারেন, তারাই অনন্য মানুষ। অনন্য মানুষ হয়তো আমরা অনেকেই হতে চাই, কিন্তু অনন্য মানুষ হওয়ার জন্য যে কাজ করতে হয় তা করি না বা করতে জানি না। শুধুই ভোগ করার জন্য উপরওয়ালা আমাদের পাঠান নি; একটু খানি ত্যাগ ই নিজেকে অনন্য মানুষ করে তুলতে পারে। এই ত্যাগ হতে পারে অনেক ভাবে। চোখের সামনে পড়ে থাকা কলার ছোকলা পরিষ্কার করা থেকে শুরু করে একজন মুমূর্ষু রোগীকে রক্ত দেওয়া, অনাহারীকে খাবার দেওয়া, একজন বিপথগামী মানুষকে সঠিক পথ দেখানো কিংবা রাস্তায় বেড়ে ওঠা নিজের নাম পরিচয় না জানা শিশুটির অব্যক্ত কথাগুলো শোনা অথবা মাঝরাতে বিপদগ্রস্ত কোন মানুষের ডাকে ছুটে যাওয়া; সবই অনন্য মানুষের কাজ। মূলত যার যার অবস্থান থেকে মানুষের জন্য কিছু করতে চাওয়ার প্রবল ইচ্ছাই বদলে দিতে পারে সুবিধা বঞ্চিত কিছু মানুষের জীবন। তবে কেন এই বদলে দেওয়াটা আমাদের হাত ধরেই নয়?? 

– ইমরান
পথশিশু সেবা সংগঠন

Leave a Comment